সাইবার বুলিংয়ের শিকার হয়েও আইনের আশ্রয় নেয় না ৭৩ শতাংশ

সাইবার বুলিংয়ের শিকার হয়েও আইনের আশ্রয় নেয় না ৭৩ শতাংশ

অনলাইন ডেস্ক :

দেশে সাইবার অপরাধের শিকার হওয়া ভুক্তভোগীদের মধ্যে ৫০.২৭ শতাংশই নানাভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। এর মধ্যে রয়েছে ছবি বিকৃত করে অপপ্রচার, পর্নোগ্রাফি কনটেন্ট, সামাজিক মাধ্যমে অপপ্রচার এবং অনলাইনে-ফোনে মেসেজ পাঠিয়ে মানসিক হয়রানি।

এই ধরনের অপরাধ ক্রমেই বাড়ছে বাড়ছে। শনিবার (১৩ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘বাংলাদেশে সাইবার অপরাধ প্রবণতা ২০২২’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমনটা জানানো হয়। গবেষণায় পৃষ্ঠপোষকতা করেছে প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান সাইবার প্যারাডাইজ লি.। প্রতিবেদনমতে, করোনাভাইরাস পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপ্রচার বেড়েছে। ভুক্তভোগীদের বেশির ভাগের বয়স ১৮ থেকে ৩০ বছর, এই হার ৮০.৯০ শতাংশ। হয়রানির শিকারের পর ভুক্তভোগীদের ৭৩.৪ শতাংশই আইনের আশ্রয় নেয় না। এ ছাড়া আইনের আশ্রয় নেয়া ভুক্তভোগীদের মাত্র ৭.০৪ শতাংশ আইনি সেবার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *