অনলাইন ডেস্ক :
ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি কেন্দ্র, সুখি পরিবার, মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, এ্যাপোলো কনজিউমার প্রোডাক্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে লোভনীয় বেতনে সরকারি চাকরি দেয়ার নামে প্রতারণা করে আসছিল একটি চক্র। দেশের প্রথম সারির কিছু পত্রিকায় বিজ্ঞাপন দিতো প্রতারক চক্রটি। মহাখালিতে স্বাস্থ্য বিভাগের ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি কেন্দ্রের প্রধান কার্যালয়ের ঠিকানা ব্যবহার করত তারা। চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই। রোববার (১৫ আগস্ট) দুপুরে বনশ্রীতে ঢাকা দক্ষিণের পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার জাহান আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।