সময় বাড়লো একুশে বইমেলার

সময় বাড়লো একুশে বইমেলার

অনলাইন ডেস্ক :

প্রাণঘাতী করোনার কারণে এবছর ১ ফেব্রুয়ারি তারিখ শুরু হয়নি অমর একুশে বইমেলা। পরে গত ১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বইমেলার উদ্বোধন করেন। প্রথমে ১৫ দিন বইমেলা চালানোর ইচ্ছা থাকলেও অবশেষে চলমান একুশে বইমেলার সময় বাড়িয়ে আগামী ১৭ মার্চ পর্যন্ত করা হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের দফতর থেকে এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ৩৮তম বইমেলা শুরু হয়। এ বইমেলা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা থাকলেও সময় বাড়িয়ে তা ১৭ মার্চ পর্যন্ত করা হয়েছে। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’। এবারের বইমেলা বেলা ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলে। আর ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *