সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে ‘ কেয়ার ফান্ডস পরিবার ‘

সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে ‘ কেয়ার ফান্ডস পরিবার ‘

সানী আজাদ | ঢাকা অনলাইন ডেস্ক |

সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে “কেয়ার ফান্ডস পরিবার’৷ দিনমজুর, গরিব-দুঃখী, অসহায়, হিজড়া, প্রতিবন্ধীসহ সমাজের পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বীও আত্মনির্ভরশীল করার জন্য সংগঠনটি সর্বদা অঙ্গীকারবদ্ধ। অরাজনৈতিক, অসাম্প্রদায়িক সামাজিক ও সাংস্কৃতিক এই সংগঠনটি শোকের মাসে বাংলার স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উপলক্ষ করে সম্প্রতি স্যার সলিমুল্লাহ এতিমখানার এতিমদের মাঝে খাবার ও একটি ওয়াশিং মেশিন বিতরণ করেছে। পাশাপাশি রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় হিজড়াদের খাবার বিতরণ করেছে ৷ এ প্রসঙ্গে সংগঠনটির সিইও নাসরিন লিপি বলেন, যারা সমাজে বিত্তশালী আছেন তারা যদি সবাই এভাবে অসহায় গরীব দিনমজুরদের পাশে থাকেন, তাহলে আমাদের রাষ্ট্র সুখী ও সমৃদ্ধ হবে। আমরা আরো কাজ করে যেতে চাই এবং আমাদের আরো অনেক পরিকল্পনাও রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- সিরিল শিকদার, জুটন চন্দ্র দাস, মো: সাইদুর রহমান, মো: জিহান আহমেদ এবং
এম এ আমিন আরিয়ান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *