খেলাধুলা ডেস্ক :
নিজের পুরনো ক্লাবে ফিরে দারুণ প্রত্যাবর্তন করেছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। নিউক্যাসলকে ৪-১ ব্যবধানে হারানোর ম্যাচে জোড়া গোল পেয়েছেন এই ফুটবলার। তবে দারুণ ফর্মে থাকা রোনালদোকে এই মৌসুমে সব ম্যাচে নাও দেখা যেতে পারে আভাস দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে গানার শোলসার। কোচ বলেন, ‘ক্রিস্টিয়ানো নিজেই নিজের দেখভাল করতে পারে। সে প্রাক-মৌসুমেও খেলেছে। অবশ্যই আমরা চাইব প্রত্যেক খেলোয়াড়ই যেন ফিট থাকে, প্রতিটি খেলোয়াড়ই যেন ম্যাচের আগে নব্বই মিনিট খেলার জন্য প্রস্তুত থাকে। মঙ্গলবারে আমাদের একটা ম্যাচ আছে ইয়ং বয়েজের বিপক্ষে। দেখি কী করা যায়। তবে হ্যাঁ, রোনালদোকে বসিয়ে রাখা অস্বাভাবিক কিছু না। ওর বয়স এখন ৩৬, গ্রিনউডের ১৯। দুজনের ক্ষেত্রেই ব্যাপারটা এক। গ্রিনউডকেও যেমন বুঝেশুনে খেলাতে হবে, একজন ৩৬ বছর বয়সী খেলোয়াড়কেও বুঝেশুনে খেলাতে হবে।’