শ্রীলঙ্কা সফর বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা

শ্রীলঙ্কা সফর বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপের কারণে আসন্ন শ্রীলঙ্কা সফরটিকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আগামী মাসে শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের সিরিজ খেলবে প্রোটিয়ারা। ২ থেকে ১৪ সেপ্টেম্বরে এই সফর সুচিতে রয়েছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। যদিও সিরিজে প্রোটিয়া দলের শীর্ষ কিছু খেলোয়াড় বিশ্রামে থাকতে পারেন। তারপরও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উপমহাদেশের এ সফরটি মেগা ইভেন্টের প্রস্তুতি হিসেবে দেখছে দলটি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, চলতি বছরের শেষ ভাগের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তারা শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন। কারণ সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন অনেকটাই শ্রীলঙ্কার মতো। এই সিরিজে প্রোটিয়া খেলছেন না দলের সম্মুখ সারির ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও সিমার লুঙ্গি এনগিডি। মারকুটে মিডল অর্ডার ব্যাটসম্যান ডেভিড মিলার বর্তমানে ইনজুরি থেকে মুক্তির অপেক্ষায় আছেন। তবে ১০ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজ শুরুর সময় তারা সবাই দলে ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *