অনলাইন ডেস্ক :
কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে বুধবার (৩০ মার্চ) প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করেছে লিওনেল মেসির দল। প্রথমার্ধে জাতীয় দলের জার্সিতে প্রথম গোলের দেখা পান তরুণ ফুটবলার জুলিয়ান আলভারেজ। ২৪তম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এই উঠতি তারকা। তবে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে এন্নার ভ্যালেন্সিয়ার দেয়া গোলে সমতায় ফেরে ইকুয়েডর। ভেনেজুয়েলার বিপক্ষে ছন্দময় ফুটবল খেললেও এ ম্যাচে তা দেখাতে পারেনি লিওনেল স্কোলানির শিষ্যরা। ইকুয়েডরের রক্ষণভাগে খুব বেশি আনাগোনাও দেখা যায়নি মেসিদের। বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে ১৭ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট ৩৯। তারা রয়েছে পয়েন্ট তালিকার দুই নম্বরে। শীর্ষে থাকা রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের পয়েন্ট সমান ম্যাচে ৪৫। বাছাই পর্বের আর্জেন্টিনা ও ব্রাজিলের একটি ম্যাচ বাকি আছে। সেখানে তারা পরস্পরকে মোকাবিলা করবে।