অনলাইন ডেস্ক :
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যার পর গ্রেফতার হয়েছেন শুটার তেৎসুয়া ইয়ামাগামি (৪১)। গ্রেফতারের পর পুলিশকে খুনের আসল উদ্দেশ্য জানিয়েছেন তিনি।
পুলিশের সূত্রের বরাত দিয়ে জাপানি সংবাদমাধ্যম কিয়োডো নিউজ জানিয়েছে, তেৎসুয়ার মূল লক্ষ্য ছিল একটি ধর্মীয় সংগঠনের নেতাকে হত্যা করা। শনিবার (৯ জুলাই) পুলিশি জেরায় শুটার তেৎসুয়া ইয়ামাগামি দাবি করেন, ওই ধর্মীয় নেতা তার মায়ের সঙ্গে প্রতারণা করেছেন। তার মা ওই ধর্মীয় গোষ্ঠীকে দান করে দেউলিয়া হয়ে পড়েন। পুলিশি জেরায় তেৎসুয়ার দাবি, শিনজো আবে ওই ধর্মীয় সংগঠনের প্রচারে কাজ করেছেন এবং তার প্রভাবেই সেটির প্রসার হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীকে রাজনৈতিক কারণে খুনের তত্ত্ব খারিজ করে দিয়েছেন তেৎসুয়া। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির জ্যেষ্ঠ নেতা শিনজো আবে জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় প্রধানমন্ত্রিত্ব করেছেন। শুক্রবার সাবেক এই প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দুইবার গুলি করার পরও ঘটনাস্থল থেকে পালানোর কোনো চেষ্টা করেননি তেৎসুয়া। ওখানেই দাঁড়িয়ে থাকা অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করে।