অনলাইন ডেস্ক :
দীর্ঘ ৯ মাস মার্কিন মুলুকে কাটিয়ে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। বুধবার (১৭ আগস্ট) বেলা ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
এরপর দুপুর ১টা ৩০ মিনিটে ভিআইপি লাউঞ্জ দিয়ে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শাকিব। এদিকে, শাকিবের দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত তার ভক্তরা। বিমানবন্দরে প্রিয় নায়ককে ফুল দিয়ে বরণ করতে উপস্থিত হন শত শত ভক্ত। এসময় বিমানবন্দরে উপচেপড়া ভিড় লক্ষ্য করা হয়। গণমাধ্যমের সাথে কথা বলাকালে শাকিব বলেন, ‘অনেক সুখবর অপেক্ষা করে আছে। মাত্র তো দেশে পা রাখলাম’। দেশে ফেরার ব্যাপারে তিনি বলেন, ‘এটা আমারই দেশ। আমি আমার দেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ’। এরপরই ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সবাই যে আমাকে এতো মিস করেছেন, ভালো বেসেছেন। আমি সত্যিই মুগ্ধ। আপনাদের এতো দিন আমি ভীষণ মিস করেছি। আমি বিমানে উঠে কিছুক্ষণ পর পর এয়ার হোস্টেসকে জিজ্ঞেস করছিলাম, আর কতক্ষণ লাগবে। আমি নিজেও আপনাদের সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে ছিলাম।’