কয়লা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে লেবাননের সব থেকে বড় দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ফলে অন্ধকার নেমে এসেছে গোটা দেশের ওপর। বিদ্যুতের অভাবে আরও সংকটের মুখে দেশটি। এমনিতেই অর্থনৈতিকভাবে লেবাননের অবস্থা টালমাটাল। এ পরিস্থিতিতে বিদ্যুতের অভাবে মধ্য প্রাচ্যের এ দেশের ৬০ লাখ মানুষের ওপর নেমে এসেছে অন্ধকার। সরকারি বিদ্যুৎ কোম্পানি সেনাবাহিনীর রিজার্ভ তেল ব্যবহার করে সাময়িকভাবে বিদ্যুৎ কেন্দ্র চালু করতে পারলেও এই সমাধানসূত্র দীর্ঘস্থায়ী নয় বলে জানিয়েছে সেদেশের সরকার। লেবানন সরকারের বক্তব্য, কয়লার আমদানি না হলে, সোমবার পর্যন্ত এ দুর্যোগ চলতে থাকবে। সম্প্রতি লেবানন নিজেদের জ্বালানি চাহিদা মেটাতে ইরান থেকে তেল আমদানি শুরু করেছে।