
খেলাধুলা ডেস্ক :
ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবারের মৌসুমে এটি তাদের ষষ্ঠ লিগ ম্যাচ। এই ম্যাচে প্যারিস জায়ান্টদের প্রতিপক্ষ লিওঁ। বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ড্র করা পিএসজি লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে। মাওরো ইকার্দি, কিলিয়ান এমবাপ্পে, আশ্রাফ হাকিমিদের নৈপূণ্যে পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছে পিএসজি। অন্যদিকে, লিওঁ তাদের পাঁচ ম্যাচের দুটিতে জিতেছে, দুটিতে হেরেছে, বাকিটা ড্র করেছে। পয়েন্ট তালিকায় পিএসজি শীর্ষে, লিওঁ সাতে।