লিখিতভাবে বোর্ডকে যা জানালেন সাকিব

লিখিতভাবে বোর্ডকে যা জানালেন সাকিব

অনলাইন ডেস্ক :

বেট উইনার নিউজের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা ক্রিকেট বোর্ডেকে লিখিতভাবে জানিয়েছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের কড়া বক্তব্যের পর দ্রুত চুক্তি বাতিল করেন সাকিব।

নিজের ফেসবুক পোস্ট সরিয়ে নেয়াসহ এই প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথাও নিশ্চিত করেছেন সাকিব। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে জানান, বোর্ড সভাপতি লিখিত জবাব চেয়েছিলেন, সাকিব লিখিত জানিয়েছে সে চুক্তি বাতিল করেছে। পাশাপাশি এটাও বলেছে যে ফেসবুক থেকে পোস্ট সরিয়ে নেবে, কোনো ধরনের সংযোগ তাদের সঙ্গে আর থাকবে না। তিনি আরও জানান, আমাদের সভায় উঠে এসেছে সাকিব ক্রিকেট বোর্ডের চুক্তির শর্ত ভঙ্গ করেছেন। স্পন্সরশিপ চুক্তির কথা আমাদের জানায়নি। তবে আপাতত চুক্তি বাতিল করা নিয়েই আমাদের ভাবনা ছিল। নিয়ম ভঙ্গের জন্য ব্যবস্থা নেয়া হবে কিনা, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আবার কথা বলব।

One thought on “লিখিতভাবে বোর্ডকে যা জানালেন সাকিব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *