অনলাইন ডেস্ক :
দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল। বেড়েছে প্রায় প্রতিটি পণ্যের দাম। চালের দাম বাড়ার পর এবার একলাফে কেজিতে ৫ থেকে ৬ টাকা বেড়েছে আটার দাম।
সোমবার (১৫ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে নতুন দামের খোলা আটা বিক্রি হয়েছে কেজিতে ৫০ টাকা দরে। এর আগে, কেজিপ্রতি খোলা আটার দাম ছিল ৪৪ থেকে ৪৬ টাকা। এদিকে বিপণনকারী কোম্পানিগুলো আটার দুই কেজির প্যাকেটের নতুন দাম নির্ধারণ করেছে। নতুন দাম অনুযায়ী ২ কেজির প্যাকেটজাত আটা মিলছে ১১২ থেকে ১১৫ টাকায়, যা আগে ছিল ১০০ থেকে ১০২ টাকা। এ হিসাবে প্যাকেটজাত ও খোলা উভয় আটায় প্রতি কেজিতে দাম বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা করে। দেশের মানুষের প্রধান খাদ্যশস্যের তালিকায় থাকা চালের দাম আগেই বেড়েছিল। এবার আটাও মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, গত এক সপ্তাহ আগে বাজারে খোলা আটার দাম ছিল ৪০ থেকে ৪২ টাকা। আর প্যাকেটজাত আটার দাম ছিল ৪৮ থেকে ৫০ টাকা। তখনো আটা আর চালের দামে বেশ পার্থক্য ছিল। এখন খোলা ও প্যাকেটজাত আটার সঙ্গে মোটা ও মাঝারি মানের আটার কেজিপ্রতি দাম সমান হয়ে গেল।