অনলাইন ডেস্ক :
জ্বালানি তেলের পুনর্নির্ধারণ করা হয়েছে। এ প্রেক্ষিতে নৌযানে যাত্রী ভাড়া সমন্বয়ের লক্ষ্যে ৮টি প্রস্তাব দিয়েছে গঠিত ওয়ার্কিং কমিটি। তারা ১৯, ২২, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪২ অথবা ৫০ শতাংশ ভাড়া বাড়ানোর জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন। সোমবার (৮ আগস্ট) রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।