লজ্জাজনক হারের পরেই বরখাস্ত হলেন বার্সা কোচ

লজ্জাজনক হারের পরেই বরখাস্ত হলেন বার্সা কোচ

ফুটবল ডেস্ক :

অবশেষে ধৈর্যের বাধ ভেঙে রোনাল্ড কোম্যানকে বরখাস্তই করলেন কাতালান ক্লাব বার্সেলোনা। বুধবার (২৭ অক্টোবর) রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের পর ক্লাবের সভাপতি জুয়ান লাপোর্তা এই সিদ্ধান্তের কথা জানান। ডাচ কোচ চাকরি হারাতে পারেন, সেই গুঞ্জন ছিল আগেই। রোববার ‘এল ক্লাসিকো’তে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হারের পর সেই গুঞ্জন আরও ডালপালা মেলে। রায়ো ভায়েকানোর বিপক্ষেও হার শেষ পেরেকটি ঠুকে দেয় কোম্যানের ভাগ্যে। ২০২০ সালের ১৯ আগস্ট বার্সার দায়িত্ব নেওয়ার পর ডাগআউটে দাঁড়িয়ে ৬৭টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সফলতা বলতে একমাত্র কোপা দেল রে’র শিরোপা। লা লিগায় এবারের মৌসুমে ১০ ম্যাচে মাত্র ৪ জয় নিয়ে পয়েন্ট তালিকার নয় নম্বরে আছে বার্সা। চ্যাম্পিয়নস লিগেও অবস্থা খুব একটা ভালো না। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বায়ার্ন ও বেনফিকার কাছে ৩-০ গোলে হেরে তিনে আছে অবস্থান করছে তারা। এদিকে, গতরাতে রায়ো ভায়েকানোর কাছেও হারে আর পালিয়ে বাঁচতে পারলেন না, বরখাস্ত হওয়ার দুঃসংবাদ শুনতেই হলো কোম্যানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *