অনলাইন ডেস্ক :
দেশের খোলাবাজারে রেকর্ড ছাড়ালো ডলারের দাম। আজ ডলারের বিপরীতে ১১৩ টাকায় ছাড়িয়েছে বাংলাদেশি মুদ্রার দর। সোমবার (৮ আগস্ট) প্রতি ডলারের দাম সর্বোচ্চ ১১৩ টাকা ৭০ পয়সা উঠেছে। এর আগে, গত ২৭ জুলাই খোলাবাজারে ডলারের দর উঠেছিল ১১২ টাকা।
খোলাবাজারের সঙ্গে ব্যাংকের আমদানি, রফতানি ও রেমিট্যান্সেও ডলারের দর অনেক বেড়েছে। সংশ্লিষ্টরা জানান, খোলাবাজার থেকে যে কেউ ডলার কিনতে পারেন। ব্যাংক থেকে কিনতে পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হয়। যে কারণে অনেকে এখন খোলাবাজার থেকে ডলার কিনে শেয়ারবাজারের মতো বিনিয়োগ করছেন, যা অবৈধ।