রেকর্ড গড়ে নিজেকেই বিস্মিত করেছেন কামিন্স

রেকর্ড গড়ে নিজেকেই বিস্মিত করেছেন কামিন্স

অনলাইন ডেস্ক:

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জিততে কলকাতা নাইট রাইডার্সের তখনও প্রয়োজন ছিল ৩০ বলে ৩৫ রান। মুম্বাই অধিনায়ক রোহিত তো ভেবেই নিয়েছেন কলকাতাকে বাগে নিয়ে এসেছে তারা। সেখান থেকে কামিন্স ঝড়ে ৬ বলে উড়ে যায় মুম্বাই।

কামিন্স এক ওভারে ৩৫ রান তুলতেই সহজে ম্যাচ জিতে নেয় কলকাতা। কামিন্স ৬ চার ও ৪ ছয়ে ১৫ বলে করেন ৫৬ রান। ১৪ বলে অর্ধশতক স্পর্শ করে রেকর্ড গড়েন এই অজি অলরাউন্ডার। ম্যাচ শেষে রেকর্ড গড়া কামিন্স জানিয়েছেন, নিজেকেই নিজে অবাক করে দিয়েছিলেন তিনি।

পুনেতে ম্যাচটিতে মুম্বাইয়ের দেওয়া ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। এরমধ্যে কামিন্স স্বদেশি ড্যানিয়েল স্যামসের এক ওভার থেকে ৩৫ রান সংগ্রহ করেন। আর সেখানেই ম্যাচটা হেরে যায় মুম্বাই।

এমন ইনিংস খেলে কামিন্স বলেন, ‘আমার মনে হয়, সবচেয়ে বেশি অবাক আমি নিজেই! ভালো লাগছে যে এটা কাজে লেগেছে। আমার পরিকল্পনা ছিল, নিজের আওতায় পেলে ব্যাট চালিয়ে দেব। বেশিভেবে জটিল করতে চাইনি। মৌসুমে নিজের প্রথম ম্যাচেই এমন কিছু করতে পারা তৃপ্তিদায়ক।’

ম্যাচশেষে হতাশ মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, এমন হার মেনে নিতে পারছেন না তিনি। রোহিত বলেন, ‘কখনোই ভাবতে পারিনি, সে (কামিন্স) ব্যাটিংয়ে নেমে এভাবে খেলবে। অনেক কৃতিত্ব তাকে দিতেই হবে, যেভাবে সে খেলেছে। ১৫ ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতেই ছিল, ভেবেছিলাম আমরা ওদেরকে বাগে পেয়ে গেছি। কিন্তু কামিন্স যেভাবে খেলল…। এটা হজম করতে কষ্ট হবে।’

এদিকে কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার কামিন্সকে নিয়ে বলেন, ‘আমি স্রেফ দেখছিলাম, বল উড়ে উড়ে যাচ্ছে! অসাধারণ… সে যেভাবে একের পর এক শট খেলছিল, বিশ্বাসই করতে পারছিলাম না। কারণ, আগের দিন নেটে সে একটু পরপরই বোল্ড হচ্ছিল বারবার। পাশের নেটেই আমি ব্যাট করছিলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *