রুদ্ধদ্বার ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ভারতের প্রতিশোধ

রুদ্ধদ্বার ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ভারতের প্রতিশোধ

অনলাইন ডেস্ক :

হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে পরাজয়ের প্রতিশোধ নিলো ভারত। ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই কেএল রাহুলের উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। কিন্তু বিরাট-রোহিতের জুটি ভারতকে খেলায় টিকিয়ে রাখে।

তবে ৩ রানের মধ্যে এই দুই ব্যাটারকে ফিরিয়ে খেলার চালকের আসনে বসেছিল পাকিস্তান। তবে জাদেজা-সুর্যকুমার যাদবের ধীরগতির জুটি ভারতের রানের চাকা সচল রাখে। নাসিমের বলে সুর্যকুমার বিদায় নিলে মাঠে আসেন দলটির হার্ড-হিটার ব্যাটার হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত জাদেজা আউট হলেও দীনেশ কার্তিক ও পান্ডিয়া জুটি ২ বল হাতে থাকতেই ভারতকে জয়ের পতাকা এনে দেন। ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ভুবনেশ্বর-হার্দিকদের তোপে ইনিংসের এক বল বাকি থাকতে ১৪৭ রানেই অল আউট হয় পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৩ রান তোলেন মোহাম্মদ রিজওয়ান। প্রথম ইনিংসে ভারতের হয়ে ৪টি উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং ৩টি উইকেট পান হার্দিক পান্ডিয়া। অন্যদিকে, ভারতের হয়ে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি ও রবিন্দ্র জাদেজা। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে ৩ টি উইকেট পান মোহাম্মদ নওয়াজ এবং জোড়া উইকেট শিকার করেন তরুণ পেসার নাসিম শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *