অনলাইন ডেস্ক :
ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের আগে ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে নিজেদের সাথে সংযুক্ত করার কোনো ঘোষণা দেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অঞ্চল দুইটিকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে ইউক্রেন থেকে মুক্ত করাই ছিলো তখন উদ্দেশ্য। এবার আঞ্চলিক এই খেলায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। রাশিয়ার সঙ্গে যুক্ত হতে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন লুহানস্ক প্রজাতন্ত্রের নেতা লিওনিড পাসেচনিক। তিনি জানান, এ লক্ষ্যে শিগগিরই তারা গণভোটের আয়োজন করতে যাচ্ছেন। সাংবাদিকদের লিওনিড বলেন, গণভোটে জনগণ তাদের পূর্ণ সাংবিধানিক অধিকার প্রয়োগ করবে। এর আগে রাশিয়ার দখলকৃত ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল ক্রিমিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তখন ৯৭ শতাংশ ভোট রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে পড়ে। ২০১৪ সাল থেকে ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের বিদ্রোহীরা। ২০১৪ সালের পর ইউক্রেন অঞ্চল দুইটির ওপর নিয়ন্ত্রণ হারায়। এ দুই অঞ্চলকে গত ২৪ ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন পুতিন।