
আজ রোববার (১০ অক্টোবর) মিলানের সান সিরো স্টেডিয়ামে খেলাটি শুরু রাত পৌনে একটায় উয়েফা নেশন্স লিগের ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। ইতালির ৩৭ ম্যাচ অপরাজিত থাকার ধারায় ছেদ ফেলে ফাইনালে উঠে এসেছে স্পেন। লা রোজা জার্সিতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় গাভিসহ তারুণ্য নির্ভর দল স্কোয়াড নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন কোচ লুইস এনরিকে। কিলিয়ান এমবাপে, করিম বেনজেমা ও আঁতোয়া গ্রিজম্যানের সমন্বয়ে নজরকাড়া আক্রমণ ভাগ ফ্রেঞ্চদেল।