
অপরাধ ডেস্ক :
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বাবু। পুলিশ জানায়, আজ দুপুরে মাতুয়াইল এলাকা থেকে গাঁজা নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার সঙ্গে কি জানতে চাইলে অসংলগ্ন কথাবার্তা বললে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে।