অনলাইন ডেস্ক :
রাজধানীর কদমতলীর আলিবহর এলাকায় মিডিয়া অনলাইন (নেট ব্যবসা) একটি প্রতিষ্ঠানের কক্ষে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমন মোল্লা (২৪) নামের ইন্টারনেট সরবরাকারী এক কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আজ সোয়া তিনটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের দুলাভাই জানায়, তার শ্যালক কদমতলীর শ্যামপুর এলাকায় মিডিয়া অনলাইন নামের একটি নেট প্রতিষ্ঠানে চাকরি করেন। সংযোগ স্থাপনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পুলিশ জানায়, এ বিষয়ে মামলা হয়েছে।