রাজধানীতে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ পালিত

রাজধানীতে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ পালিত

অনলাইন ডেস্ক :

প্রতি বছরের মতো এবারও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১০ টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠান শুরু হয়েছে। বাংলাদেশ আদিবাসী ফোরামের এ আয়োজনে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষার জন্য ১১ দফা দাবি তোলে হয়েছে। এ বছর আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীদের ভূমিকা’। এটি নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আদিবাসী সম্প্রদায়ের নারীরা যে ভূমিকা পালন করেন, তার ওপর জোর দেয়। এ আয়োজনে উপস্থিত রয়েছেন পার্বত্য জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, আদিবাসী ফোরামের নেতৃবৃন্দ, নাট্যকার মামুনুর রশীদ, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, মানবাধিকারকর্মী খুশি কবির, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *