আন্তর্জাতিক ডেস্ক :
জাপানি রাজকুমারী মাকোকে বিয়ে করার পর নিয়মিত খবরের শিরোনাম হচ্ছেন কেই কুমুরো। তিনি যুক্তরাষ্ট্রে আইন বিষয়ক একটি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সেই পরীক্ষায় পাশ করতে পারেননি তিনি। কেই আগামী ফেব্রুয়ারিতে আবারও পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করছেন। আর মাকো জানিয়েছেন, তিনি সবসময় স্বামীকে সমর্থন দিয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মাকো ও কেই কুমুরোর পরিচয়। সেসময় সম্পর্কে জড়ান তারা। নানা নাটকীয়তার পর কেই ও মাকো সম্প্রতি বিয়ে করেছেন এবং যারা তাদের বিয়ের সমালোচনা করেছেন তাদের কাছে ক্ষমা চেয়েছেন। বিয়ের আগেই রাজপ্রাসাদ ছাড়েন মাকো। সাধারণ পরিবারের কাউকে বিয়ে করায় রাজপদবীও ছাড়তে হয়েছে তাকে। বিয়ে নিয়ে সমালোচনা হওয়ায় নিয়ম অনুযায়ী পাওয়া এককালীন অর্থও প্রত্যাখ্যান করেছেন।