অনলাইন ডেস্ক :
রাঙামাটিতে চাঁদার দাবিতেএকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনার প্রতিবাদে সিএনজি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে শ্রমিক ইউনিয়নের নেতারা। গতকাল (১৭ সেপ্টেবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু। শনিবার রাতে রাঙামাটির শহরতলীর রাঙাপানি এলাকায় একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে চাঁদার টোকেন না থাকায় আসামবস্তি-কাপ্তাই সড়কে একটি সিএনজি অটোরিকশায় আগুনদেয় কিছু দুর্বৃত্তরা। শনিবার রাত দশটার পর রাঙাপানি এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বরের এলএনজি গ্যাসপাম্পের পাশে এই ঘটনা ঘটে, এতে চালক আবুল হোসেন আহত হয়েছেন বলে জানিয়েছেন চালক সমিতির নেতারা।