ক্রিকেট ডেস্ক :
অজান্তা মেন্ডিসের মতো আরেক রহস্য-স্পিনারের আবির্ভাব হয়েছে লঙ্কান ক্রিকেটে। সেই মহেশ থিকশানাকে নিয়ে টি২০ বিশ্বকাপে যাচ্ছে শ্রীলঙ্কা। ২১ বছর বয়সী এই স্পিনারের সঙ্গে লঙ্কান স্কোয়াডে চমক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ভানুকা রাজাপাকসে ও কামিন্ডু মেন্ডিস।
শ্রীলঙ্কার স্কোয়াড: দাসুন শানাকা (অধি.), ধনঞ্জয়া ডি সিলভা, আভিস্কা ফার্নান্দো, চারিথা আশালঙ্কা, কামিন্ডু মেন্ডিস, ভানুকা রাজাপাকসে, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুসমন্থ চামিরা, আকিলা ধনঞ্জয়া, মহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, প্রবীন জয়াবিক্রমা।