অর্থনীতি ডেস্ক :
রপ্তানি বাণিজ্যে নতুন আশা জাগাচ্ছে কৃষিপণ্য। করোনার মধ্যেই গত অর্থবছরে ১০০ কোটি ডলার রপ্তানি আয় করেছে এই খাত। চলতি অর্থবছরেও সেটা ইতিবাচক রয়েছে। ইপিবির তথ্যমতে, ১০ বছর আগে ২০১০-১১ অর্থবছরে কৃষিপণ্য রপ্তানি থেকে ৪০ কোটি ডলার বিদেশি মুদ্রা দেশে এসেছিল। গত ২০২০-২১ অর্থবছরে তা আড়াই গুণের বেশি বেড়ে ১০২ কোটি ৮১ লাখ ডলারে পৌঁছে। এর মধ্যে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের হিস্যাই বেশি। গত ৪ বছর ধরে খাতটির রপ্তানি আয় বাড়ছে। অবশ্য করোনায় ২০১৯-২০ অর্থবছরে এ খাতে রপ্তানি ৫% কমেছিল। গত ২০২০-২১ অর্থবছরে খাতটির রপ্তানি আয় ১৯% বেড়ে প্রথমবারের মতো ১ বিলিয়ন ডলারে দাঁড়ায়।