রংপুরে ফলছে আরবের ত্বীন ফল

রংপুরে ফলছে আরবের ত্বীন ফল

বানিজ্য ডেস্ক :

আরবের পবিত্র ফল ত্বীন। রংপুরে প্রথমবারের মত ডুমুর সাদৃশ্য পুষ্টিগুন সমৃদ্ধ এ ফলের চাষ হয়েছে মিঠাপুকুর উপজেলার শাল্টিগোপালপুরে। তরুণ উদ্যোক্তা ইনাম হাসান রাহাত ও তার বড় ভাই আসিফ হাসান রাতুল চলতি বছরের জানুয়ারী মাসে ৩’শ চারা দিয়ে ৩৩ শতাংশ জমিতে ত্বীনের আবাদ শুরু করেন। রোপনের ৩ মাসের মাথায় শুরু হয় ফল সংগ্রহ। ৪ লাখ টাকা ব্যয় করে বাগান তৈরি করার ৭ মাসের মধ্যে লাভের মুখ দেখেছেন এ উদ্যোক্তা। করোনা পরিস্থিতিতে এলাকার কর্মহীন হয়ে যাওয়া ৬ জন শ্রমিক এ বাগানে নিয়মিত কাজ করছেন। প্রতিদিন বাগান থেকে এক হাজার থেকে দেড় হাজার টাকা কেজি দরে এ ফল বিক্রি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *