অনলাইন ডেস্ক :
নিজ বাড়িতে ডেকে আটকে আপত্তিকর ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে অর্থ হাতিয়া নেয়া স্বামী-স্ত্রী চক্রের শাহীনা ও মমিনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিসি কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, ১১ আগস্ট নগরীর কটকিপাড়ায় নিজ ভাড়া বাড়িতে প্রতারক শাহিনা এক স্কুল শিক্ষককে ডেকে এনে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে দুই নারীসহ ওই শিক্ষকের ছবি মোবাইলে ধারণ করে এবং ৫ লক্ষ টাকা না দিলে তা ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। এনিয়ে বৃহঃবার অভিযোগ পাওয়ার পর শুক্রবার মধ্যরাতে কটকিপাড়া থেকে দুই প্রতারককে গ্রেফতার করে।