অনলাইন ডেস্ক :
এক সমীক্ষায় দেখা গেছে, ২০০১ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ে অস্ট্রেলিয়ায় চাকরিরত অথবা সাবেক এমন ১২০০ সেনাকর্মী আত্মহত্যা করেছেন। গবেষণা বলছে, সাধারণ মানুষের চেয়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মধ্যে আত্মহত্যার হার অনেক বেশি।
দ্য রয়্যাল কমিশন ইনটু ডিফেন্স এন্ড ভেটেরান সুইসাইড ফাউন্ড জানিয়েছে, দেশের আমলাতন্ত্র আর অবসরের পর সহায়তার অভাবেই এই পথ বেছে নিচ্ছে বর্তমান ও সাবেক সেনা সদস্যরা। সিনেটর জ্যাকি ল্যাম্বি জানিয়েছেন, সেনাবাহিনীতে থাকার সময় তিনিও তার ছেলেকে বিদায়ী চিঠি লিখেছিলেন এবং আহত অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আরেকজন সাবেক সেনা জানান, আফগান যুদ্ধ থেকে ফেরার পর তিনি কোনভাবেই স্বাভাবিক জীবনের সাথে মানিয়ে নিতে পারছিলেন না। সেনা সদস্যদের এমন আত্মহত্যার হারকে জাতীয় ট্রাজেডি বলে আখ্যা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এ বিষয়ে রয়্যাল কমিশন গেল আট মাসে হাজারো মানুষের সাক্ষাৎকার নিয়েছে। এই ঘটনায় অস্ট্রেলিয়া সরকার ক্ষমা চেয়েছে এবং কমিশনের সুপারিশ অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।