
অনলাইন ডেস্ক :
রোববার যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ার কলুসা কাউন্টিতে এক হেলিকপ্টার দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে বলে সংবাদ সিনহুয়া’র খবরে জানা গেছে।
কলুসা কাউন্টি শেরিফের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় সময় বেলা সোয়া ১ টায় (গ্রিনীজ মান সময় ২০১৫টা) রিজার্ভেশন রোডের হাইওয়ে ৪৫ এর কাছাকাছি এলাকায় একটি দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকর্মীরা সেখানে গিয়ে হেলিকপ্টারের ৪ জন যাত্রী আরোহীকে দেখতে পান যাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়।