যানজট কমাতে যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে ডিএসসিসি

যানজট কমাতে যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে ডিএসসিসি

অনলাইন ডেস্ক :

রাজধানীর তীব্র যানজট নিরসনে সরকারের বহুপক্ষীয় উদ্যোগের সঙ্গে সমন্বয় করে বিদ্যমান ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসি’র মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস এ তথ্য জানিয়েছেন। মেয়র তাপস জানান, যানজট নিরসনে ডিএসসিসি’র গৃহীত উদ্যোগগুলোর মধ্যে রয়েছে—নৌরুট পুনরুদ্ধার, নতুন সড়ক নির্মাণ, বিদ্যমান সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন, ৫৩টি চৌরাস্তা প্রশস্তকরণ, অযান্ত্রিক যানবাহন নিবন্ধন, বাস রুট রেশনালাইজেশন, রাস্তার অবৈধ দখলদারদের অপসারণ, পার্কিংয়ের জন্য পর্যাপ্ত স্থান নিশ্চিতকরণ, আধুনিকায়নসহ বেশ কিছু পদক্ষেপ। মেয়র ফজলে নূর তাপস বলেন, রাজধানীর যানজট কমাতে আমরা সরকার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে সমন্বয় করে বিভিন্ন ব্যবস্থা নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *