যাদের জয় বাংলা বলতে লজ্জা হয় তারা স্বাধীনতাবিরোধী: প্রধান বিচারপতি

যাদের জয় বাংলা বলতে লজ্জা হয় তারা স্বাধীনতাবিরোধী: প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক :

যাদের জয় বাংলা বলতে লজ্জা হয় তারা স্বাধীনতাবিরোধী বলে মনে করেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোমবার (১৫ আগস্ট) সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, এই শোকের দিনে আমার মনে পড়ে যায় বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ে দেওয়া ভাষণে ‘দুর্নীতিবাজ, চোরাকারবারি ও কালোবাজারিদের দেশ ও জাতির শক্র’ হিসেবে উল্লেখ করেছেন। আসুন আমরা এই মহান নেতার আদর্শে দীক্ষিত হয়ে দুর্নীতিবাজ ও কালোবাজারিদের প্রতিহত করি, সামাজিকভাবে প্রত্যাখ্যান করি। ন্যায় ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করি। দেশের মানুষ যেন স্বল্প সময়ে, স্বল্প খরচে ন্যায় বিচার পায় সেই লক্ষ্যে কাজ করি। এই শপথ গ্রহণের উদাত্ত আহ্বান জানাই। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু নীতির প্রশ্নে ছিলেন আপসহীন। তিনি বাঙালি জাতিসত্তার সঙ্গে গভীর ভালোবাসায় মিশে আছেন। কিন্তু এই জাতি, রাষ্ট্র যিনি করলেন, আমরা কেমন করে তার বুকে গুলি করলাম? আজও বুঝতে পারলাম না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *