ম্যানইউ কেনার ঘোষণা দিলেন ইলন মাস্ক!

ম্যানইউ কেনার ঘোষণা দিলেন ইলন মাস্ক!

অনলাইন ডেস্ক :

টুইটার না কিনে এবার ঐতিহ্যবাহী বৃটিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের দিকে হাত বাড়াচ্ছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সম্প্রতি ইংলিশ লিগের এ ক্লাবটির সময় মোটেও ভালো যাচ্ছে না।

গত মৌসুমে একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়ে তারা চলতি মৌসুমে নেমে গেছে ইউরোপা লিগে। এমনকি চলতি মৌসুমেও প্রিমিয়ার লিগের শুরুটা হয়েছে খুব বাজেভাবে। এর মধ্যেই ম্যানইউ ভক্ত-সমর্থকদের জন্য এলো চমকপ্রদ খবর। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। বাংলাদেশ সময় বুধবার (১৭ আগস্ট) ভোরে এক টুইটবার্তায় ইলন মাস্ক লিখেছেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছি। আপনাদের স্বাগতম।’ বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা রয়েছে আমেরিকান গ্লেজার পরিবারের অধীনে। গতবছর ব্রিটিশ সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, অন্তত ৪ বিলিয়ন পাউন্ড (প্রায় ৪.৮৪ বিলিয়ন ডলার) পেলে ইউনাইটেড ক্লাবকে বিক্রি করতে রাজি গ্লেজার পরিবার। বর্তমানে প্রায় ২৬৯ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *