অনলাইন ডেস্ক :
জমি অধিগ্রহণ শেষ না হলেও শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনে স্বাচ্ছন্দ্যে উঠানামার জন্য প্রশস্ত প্লাটফর্ম তৈরির কাজ ডিসেম্বরের আগেই নিশ্চিত করা হবে। মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, যেহেতু জমি অধিগ্রহণের প্রক্রিয়ায় একটু দেরি হচ্ছে, তাই আপাতত ফুটপাতের আগের জায়গাতেই নির্মাণ কাজ করা হচ্ছে। জমি বুঝে পেলে এ দুটি স্টেশনে আর কোন বাধা থাকবে না।
সরেজমিন দেখা গেছে, লাল দাগ দিয়ে জমির সীমানা নির্ধারণ করা হয়েছে। যদিও জটিলতা এখনো কাটেনি। তবে সমস্যা সমাধানের স্বল্পমেয়াদি সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে। মেট্রোরেলের শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনে উঠানামার জায়গা নিয়ে সমস্যা নতুন নয়। এরই মধ্যে স্থায়ী সমাধান হিসেবে দুই পাশের বেশকিছু জমি অধিগ্রহণের কাজ প্রক্রিয়াধীন। তবে এ প্রক্রিয়া শেষ হতে লাগবে আরও কিছু সময়। এদিকে কড়া নাড়ছে উদ্বোধনের সময়। তাইতো আপাতত চলছে বিকল্প পথ তৈরির কাজ। আগের ফুটপাতের সঙ্গে ড্রেনের ওপর স্লাব বসিয়ে পথ প্রশস্ত করা হচ্ছে।