খেলাধুলা ডেস্ক :
দুর্দান্ত বোলিংয়ে দিল্লি ক্যাপিটালসকে আটকে রেখে জয়ের লক্ষ্যটা রাজস্থানের নাগালে রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। দিল্লির ১৫৪ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২১ রানে থেমে যায় রাজস্থানের ইনিংস। ফিরতি ওভারে এসে দুর্দান্ত এক ইয়র্কারে ১৬ বলে ২৮ রান করা বিধ্বংসী শিমরন হেটমায়ারকে চেতন সাকারিয়ার তালুবন্দি করেন ফিজ। তিন নম্বরে নেমে একপ্রান্ত আগলে ৫৩ বলে অপরাজিত ৭০* রানের দারুণ ইনিংস উপহার দেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। বিধ্বংসী ডেভিড মিলার ১০ বলে ৭, রায়ান পরাগ ৭ বলে ২, মহিপাল ২৪ বলে ১৯ রানের মতো ধীরগতির ইনিংস খেললে ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রানে থামে রাজস্থান।