মুক্তিযুদ্ধের নাটকে শিউলী চরিত্রে অপ্সরা

মুক্তিযুদ্ধের নাটকে শিউলী চরিত্রে অপ্সরা

বিনোদন ডেস্ক :

বর্তমানে দেশের মিডিয়াঙ্গন মানেই নতুনত্বের ছোয়া। পুরোনো অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি নতুন প্রতিভাবানদের দুর্দান্ত পারফর্মে দেশের ছোট পর্দার নাটক গুলো পূর্বের তুলনায় অনেক গুন বেড়েছে। আর নতুনদের ভিতর অপ্সরার নাম তুলে ধরার মতই। নিজের স্বল্পতম ক্যারিয়ারে নিজের প্রতিভার জোড়ে একাধিক নাটকে কাজ করেছেন এই মডেল অভিনেত্রী। শুধু নাটকেই নয়, ফ্যাশন মডেলিং এ রয়েছে অসাধারণ কৃতিত্ব। দেশের মিডিয়াঙ্গনের খ্যাতনামা অভিনেতা ও অভিনেত্রীদের সাথে কাজ করে অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ পেয়েছে উঠতি এই মডেল অভিনেত্রী। তবে এবার অপ্সরা আসছে ভিন্ন লুকে। এবার তাকে দেখা যাবে মুক্তিযুদ্ধের নাটকে। আর মুক্তিযুদ্ধের নাটকে কাজ করতে পেরে নিজেকে বেশ ভাগ্যবতি বলেও মনে করেন তিনি। সজীব চিশতির রচনায় এবং আসাদুজ্জামান আসাদের পরিচালনায় নাটকটিতে প্রধান চরিত্রে দেখা যাবে অপ্সরাকে। তবে নাটকে অপ্সরাকে দেখা যাবে শিউলী চরিত্রে। নাটকে দেখা যাবে শিউলী মুক্তিযোদ্ধা হাবিবকে ঘরে আশ্রয় দিয়েছে। সে মিলিটারীর গুলিতে আহত। সে হাবিবকে সেবা করে সুস্থ করে তোলে। আর এই কথা জানতে পারে পাক হানাদার বাহিনী। খুজতে এসে হাবিবকে পায়না এবং এক পর্যায়ে দেখা যাবে শিউলী ধর্ষনের স্বীকার হয় সেই পাক হানাদার বাহিনীর কাছে। আর প্রিয় জন্মভুমী নাটকটি বিজয়ের মাসে বেসরকারী টেলিভিশনে প্রচারিত হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *