মানিকগঞ্জে পাসপোর্ট করতে গিয়ে ধরা খেলো দুই রোহিঙ্গা

মানিকগঞ্জে পাসপোর্ট করতে গিয়ে ধরা খেলো দুই রোহিঙ্গা

অনলাইন ডেস্ক :

মানিকগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে পরিচয় গোপন রেখে পাসপোর্ট করতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে ধরা পড়েছেন দুই রোহিঙ্গা নারী-পুরুষ। গতকাল রোববার (১৮ সেপ্টেম্বর) মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাহিদ নেওয়াজ।

পুলিশ ও পাসপোর্ট বিভাগের কর্মকর্তারা জানান, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালের মাধ্যমে পাসপোর্ট করতে এসেছিলেন হুমাইরা নামে এক নারী। এসময় তার সঙ্গে ছিলেন আবু তাহের নামে আরেক রোহিঙ্গা যুবক। সিংগাইরের চান্দহুরের বাসিন্দা দেখিয়ে হুমাইরা তাসমিন বেগম পরিচয়ে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। সকালে ইউনিয়ন পরিষদের প্রত্যায়ন এবং জন্মসনদসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে আসেন। তবে ফিঙ্গারপ্রিন্ট দেয়ার সময় রোহিঙ্গা হিসাবে শনাক্ত হন তারা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়। আটকরা জানান, তারা দালালের মাধ্যমে ১ লাখ টাকা চুক্তিতে পাসপোর্ট করতে আসেন। ইতোমধ্যে ৬০ হাজার টাকা পরিশোধও করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দালালচক্রকেও আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *