অনলাইন ডেস্ক :
টেস্টে সবচেয়ে কম বয়সে ডবল সেঞ্চুরি করা এই বাঁ হাতি ব্যাটসম্যানের আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা যেমন বিস্ফোরক, শেষটা তেমনই বেদনাদায়ক। ঘরোয়া ক্রিকেটে ঝুরি ঝুরি রেকর্ড রয়েছে বিনোদ কাম্বলির। ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ডবল সেঞ্চুরি করেন। তখন তাঁর বয়স মাত্র ২১ বছর। কিন্তু অ্যালকোহল আর গ্ল্যামার দুনিয়ার হাতছানি তাঁর কেরিয়ার অকালেই শেষ করে দেয়। মাত্র ১৭টি টেস্টে দুটি ডবল সেঞ্চুরি। পরিসংখ্যান থেকে বোঝা যায়, ব্যাটসম্যান হিসাবে কাম্বলির কবজির জোর কতখানি।