
অনলাইন ডেস্ক :
তালেবান হামলার মুখে পালাতে থাকা মানুষের সংখ্যা বাড়তে থাকায় আফগানিস্তানের প্রতিবেশি দেশগুলোকে সীমান্ত খুলে রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। রাজধানী কাবুলকে সবচেয়ে নিরাপদ মনে করে সেদিকে পালাচ্ছে বাস্তুচ্যুত বহু মানুষ। বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) জানিয়েছে দেশটিতে খাদ্য সংকট মারাত্মক চলছে। মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।