ভয়াবহ খরার কবলে ইউরোপ

ভয়াবহ খরার কবলে ইউরোপ

অনলাইন ডেস্ক :

ইউরোপ মহাদেশে কমপক্ষে ৫০০ বছরের মধ্যে সবচেয়ে বাজে খরা চলছে বলে জানিয়েছে ইউরোপিয়ান ড্রাউট অবজারভেটরি (ইডিও) ইউরোপীয় কমিশনের তত্ত্বাবধানে থাকা খরা পর্যবেক্ষণকারী সংস্থাটি তাদের আগস্টের প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

সংস্থাটির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, খরায় সতর্কতা জারি কিংবা সংকেত দেখানোর অবস্থায় রয়েছে ইউরোপের দুই-তৃতীয়াংশ এলাকা। এতে কমে গেছে অভ্যন্তরীণ নৌ চলাচল; ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এ ছাড়া কিছু শস্যের উৎপাদনও কমে গেছে।

ইডিওর প্রতিবেদনে বলা হয়, মাটির আর্দ্রতা নিঃশেষ হয়ে যাওয়ায় সতর্ক জারির অবস্থায় রয়েছে ইউরোপের ৪৭ শতাংশ এলাকা। গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ায় মহাদেশের ১৭ শতাংশ এলাকা সতর্ক সংকেত জারির পরিস্থিতিতে রয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের শুরু থেকেই ইউরোপের অনেক অঞ্চলে মারাত্মক খরার প্রভাব দেখা যাচ্ছে। আগস্টের শুরু থেকে সে প্রভাব আরও বেড়েছে।চলতি বছরের নভেম্বর পর্যন্ত পশ্চিম ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চল স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি উষ্ণ থাকতে পারে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। চলতি গ্রীষ্মে গা ঝলসানো তাপমাত্রা দেখেছে ইউরোপের বেশিরভাগ দেশের মানুষ। এতে খরার প্রভাব আরও বেড়েছে। তীব্র তাপে ইউরোপজুড়ে দাবানল দেখা গেছে। এমন বাস্তবতায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তৎপরতা আরও বাড়ানোর দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *