
অনলাইন ডেস্ক :
ভৈরব সরকারি চাকুরিজীবী ঐক্য পরিষদের ২০২২-২০২৪ সনের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান আজ ৫ অক্টোবর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব সরকারি চাকুরীজীবি ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা বিচারপতি জাহাঙ্গীর হোসেন বাদল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল জজ হেলাল উদ্দিন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি বাংলাদেশ ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মোঃ গোলাম মোস্তফা। উক্ত অনুষ্ঠানে ভৈরব সরকারি চাকুরিজীবী ঐক্য পরিষদের অনেক সদস্যরাও উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটির ব্যবস্থাপনার দায়িত্বে দায়িত্বে ছিলেন সংগঠনটির নতুন সাধারণ সম্পাদক বাংলাদেশ রেলওয়ে মন্ত্রালয়ের সিনিয়র সচিব মোঃ শফিউল্লাহ তপন।

 
                     
             
                                         
                                        