সোহানুর রহমান সোহান | ভৈরব অনলাইন ডেস্ক |
এক ইঞ্চি জায়গাও থাকবে না আর ফাঁকা,রূপালী ব্যাংকের কৃষি ঋণে ঘুরবে অর্থনীতির চাকা স্লোগান-কে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে রূপালী ব্যাংকের উদ্যোগে প্রকাশ্যে কৃষি পল্লী ও সিএমএসএমই ঋণ বিতরণ করা হয়েছে। আজ বিকালে রূপালী ব্যাংক লিমিটেড ভৈরব শাখার উদ্যোগে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়।রূপালী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ জোনাল অফিস উপ-মহাব্যবস্হাপক ও জোনাল ম্যানেজার মোঃ মনির উদ্দিন ভূইয়া সভাপতিত্ব ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ রাশেদুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান তরফদার,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আকলিমা বেগম,উপজেলা কৃষি সম্পসারণ অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা প্রমুখ।অনুষ্ঠানে সঞ্চালনায় করেন, রূপালী ব্যাংক ভৈরব শাখার ব্যবস্হাপক মোঃ রমজান আলী।