ভৈরবে কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন

ভৈরবে কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন

সোহানুর রহমান সোহান | ভৈরব অনলাইন ডেস্ক |

ভৈরবে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজী আসমত সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৮ আগস্ট মঙ্গলবার সকাল হাজী আসমত সরকারি কলেজ প্রঙ্গণে ১০টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয়।পরে, কলেজ ক্যাম্পাসে মোয়াজ্জেম ভবনে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে, হাজী আসমত সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (উপধ্যক্ষ) আবদুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আমির হামজা, সহ-সভাপতি, রাকিব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ লেখক সোহানুর রহমান সোহান, হাজী আসমত সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন,জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাবিয়া মাহবুব প্রভা, হাজী আসমত সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইরতিজা ইসলাম আরাফাত, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রাশেদুলজ্জামান রাফি,পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জারিফ আহমেদ জয়, তানভীর আহমেদ,সাংগঠনিক সম্পাদক ইসমাঈল রহমান, দপ্তর সম্পাদক নাজমুল হক প্রমূখ। এসব সময় অন্যন্যদের মাঝে ভৈরব উপজেলা ও পৌর এবং কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ, ছাত্র-ছাত্রী কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান ও দোয়া মাহফিলটি পরিচালনা ও সঞ্চলনা করেন, কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শুভ ইসলাম। দোয়া মাহফিল পরিচালনা করেন, অত্র কলেজের জামে মসজিদের ইমাম মুফতি মুশফিকুর রহমান। এসময় ১৯৭৫ রে ১৫ আগস্ট কালো রাতে ঘাতকের বুলেটে নির্মমভাবে বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত শেষে তাবারক বিতরণ করা হয়ে। পরে, কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ফলজ-বনজ, ও ঔষুধি বৃক্ষ রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *