
মোঃ আলাল উদ্দিন । ভৈরব প্রতিনিধি ।
৯ ডিসেম্বর ২০২১খ্রিঃ বৃহস্পতিবার ভৈরবে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। “আপনার অধিকার আপনার দায়িত্ব :দূর্নীতিকে না বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সামনের সড়কে রঙ বেরঙের বেলুন উড়িয়ে দিবসটির উদ্ধোধন ঘোষণা করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, গান, আবৃত্তি অনুষ্ঠিত হয়। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক বাবু জিতেন্দ্র চন্দ্র দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ
জুলহাস হোসেন সৌরভ। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ডাঃ হাবিবুর রহমান, সাংবাদিক সুমন মোল্লা, আলহাজ্ব দেলোয়ার হোসেন তাপসী আক্তার, ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক ও ভৈরব অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মোঃ আলাল উদ্দিন ,রফিকুল ইসলাম মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রীমা আক্তার, নুসরাত জাহান।
আলোচনা সভার পূর্বে সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী আফরোজা আক্তার মানিয়া, কবিতা আবৃত্তি করেন নুসরাত জাহান জূই। অনুষ্ঠানে বক্তারা বলেন দূর্নীতি কোনভাবেই কাম্য নয়, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, দূর্নীতি প্রতিরোধে সমাজের সকলকে সোচ্চার হতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দূর্নীতি বিভিন্ন পর্যায়ে হয়ে থাকে, ছাত্রী, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, ব্যবসায়ী, সরকারি, কর্মকর্তা, কর্মচারী সকল সেক্টরের নিজ নিজ অবস্থান থেকে সঠিক ভাবে দায়িত্ব পালন করলেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।