এম.আর.সোহেল | ভৈরব অনলাইন ডেস্ক |
ভৈরবে চির সংগ্রামী নারী নেত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের সহধর্মীনি, ভৈরব-কুলিয়ারচর নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপনের গর্বিত “মা” শহীদ আইভী রহমানের খুনিদের বিচার চেয়ে আজ একুশে আগস্ট বেলা সন্ধ্যা ৭টায় নারী নেত্রী শহীদ আইভি রহমানের বাবার বাড়ি ভৈরব পৌর শহরের চন্ডিবের গ্রামে শহীদ আইভি রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে ভৈরব উপজেলা ও পৌর ও কলেজ শাখা ছাত্রলীগ।
এ সময় উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.আমির হামজা,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিয়াদ ওরফে রিয়াদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জননন্দিত তরুণ লেখক ও সাংবাদিক সোহানুর রহমান সোহান, ভৈরব পৌর ছাত্রলীগের সভাপতি ছালেম রহমান মিকদাত, সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, অর্নব জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ রিমন মিয়া রায়হান আজিজ উচ্ছ্বাস, প্রচার সম্পাদক রাশেদুল আলম রাফি, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাবিয়া মাহবুব প্রভা হাজী আসমত সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইরতিজা ইসলাম আরাফাত
,উপজেলা ছাত্রলীগের সহ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক হাসনাত তানভীর পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদসহ এ সময় আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় ভৈরব উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজা বলেন, আমাদের ভৈরবের কৃতি সন্তান নারী নেত্রী শহীদ আইভি রহমানের খুনিদের বিচার চেয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেছি। এবং অতি দ্রুত শহীদ আইভি রহমানের খুনিদের বিচারের আওতায় এনে তাদের শাস্তির দাবি জানাচ্ছি।