ভৈরবের কৃতি সন্তান গোলাম মোস্তফা  বাংলাদেশ ডাক বিভাগে অতিঃ মহাপরিচালক পদে পদ্বোন্নতি

ভৈরবের কৃতি সন্তান গোলাম মোস্তফা বাংলাদেশ ডাক বিভাগে অতিঃ মহাপরিচালক পদে পদ্বোন্নতি

অনলাইন ডেস্ক :

ভৈরবের কৃতি সন্তান মোঃ গোলাম মোস্তফা বাংলাদেশ ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে পদ্বোন্নতি পেয়েছেন। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা কমলপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা কে.বি. পাইলট উচ্চ বিদ্যালয় হতে ১৯৮০ সালে এস.এস.সি ও ঢাকা কলেজ হতে ১৯৮২ সালে এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

মোঃ গোলাম মোস্তুফা গত ৯ নভেম্বর ২০২১ইং তারিখে বাংলাদেশ ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে পদ্বোন্নতি পান। তিনি ১৫তম বিসিএস ব্যাচের ডাক ক্যাডার হিসেবে উত্তীর্ণ হন। তিনি ১৫ নভেম্বর ১৯৯৫ ইং তারিখে সহকারী পোস্টমাস্টার জেনারেল হিসেবে ডাক অধিদপ্তরে যোগদান করে কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ চাকুরি জীবনে মোঃ গোলাম মোস্তুফা ডাক অধিদপ্তরের কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *