অনলাইন ডেস্ক :
ভৈরবের কৃতিসন্তান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মোঃ মোখলেছুর রহমান নিসচা কার্যালয় পরিদর্শন করেন। আজ ১ মে ২০২২ খ্রিঃ রবিবার সন্ধ্যায় জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কার্যালয়ে আকস্মিক পরিদর্শন কালে তিনি সংগঠনটির ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য সাংবাদিক মোঃ আলাল উদ্দিন এর সাথে সংগঠন বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন এবং একান্ত আলাপচারিতায় যুক্ত হন।
এ সময় তিনি বলেন আমি সিলেটে অবস্থান করে চিকিৎসা কার্যক্রমে ব্যস্ত থাকার পরও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এ সংগঠনের নানাবিধ কার্যক্রম দেখে থাকি। আমার মাতৃভূমি ভৈরবে সড়ক দুর্ঘটনায় কেহ আহত বা নিহত হলে আৎকে উঠি ও ভয়ানক কষ্ট পাই। আমি নিরাপদ সড়ক চাই (নিসচা )র পাশে থেকে সড়ক দুর্ঘটনা রোধকল্পে সহযোগিতা করতে চাই। তিনি ভৈরব শাখার নানাবিধ কার্যক্রম দেখে শুনে অভিভুত হন। বিশেষ করে এ সামাজিক সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আমার প্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি সড়কের দুর্ঘটনা রোধে প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন। এবং এ কারনে সরকার এটিকে জাতীয় দিবস ও ঘোষনা করেছেন। আমার জানামতে এটি আন্তর্জাতিক দিবস ও ঘোষনা হবে সেদিন আর বেশী বাকি নেই। তিনি আরো বলেন নিসচার সাথে দীর্ঘদিন যাবৎ যুক্ত সভাপতি আমার জানামতে তিনি একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ও সৃজনশীল মানুষ এস এম বাকি বিল্লাহ। দক্ষ সংগঠক সাধারন সম্পাদক মোঃ আলাল উদ্দিন সহ সংগঠনের সাথে যুক্ত সকল নেতা কর্মীকে আমি ধন্যবাদ ও অভিনন্দন জানায়। এখন থেকে তিনি নিসচার বেশ কটি উল্লেখযোগ্য কার্যক্রমে সম্পৃত্ত হবেন বলেও জানান। নিসচার সাধারণ সদস্য রফিকুল ইসলাম স্বপনের অনুরোধে আগামীতে উল্লেখযোগ্য দুটি প্রোগ্রামে তার সহধর্মিনী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আফরোজা খানম কে সাথে নিয়ে উপস্থিত থাকার মতপ্রকাশ করেন। এসময় তিনি সড়ক দুর্ঘটনায় আহতের জন্য কৃত্রিম পা ক্রয়ের জন্য রক্ষিত মাঠির ব্যাংকে ২ হাজার টাকা প্রদান করে পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন।