ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার বালি দ্বীপ

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার বালি দ্বীপ

অনলাইন ডেস্ক :

মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন গন্তব্য বালি দ্বীপ। সোমবারের এ কম্পনে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূপদার্থবিদ্যা এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, কম্পনটির মাত্রা ছিল ৫.৫।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় এক মিনিট স্থায়ী কম্পনে বহু লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। তবে সুনামির কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে বিএমকেজি। বালি দ্বীপ ছাড়াও প্রতিবেশী লম্বক অঞ্চলেও কম্পনের খবর জানিয়েছেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *