
জাতীয় ডেস্ক :
সারাদেশের অধস্তন আদালতে তিন কার্যদিবসে ১৩ হাজার ১৭০ টি আবেদনের ভার্চুয়াল শুনানি ও নিষ্পত্তি করে ৮ হাজার ২৯১ জন হাজতি আসামি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। সোমবার (১৯ জুলাই) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, করোনা সংক্রমণ রোধকল্পে সারা দেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন এবং অতি জরুরি ফৌজদারি দরখাস্তের ওপর শুনানি চলছে। গত ১৫ জুলাই থেকে ১৯ জুলাইয়ের মধ্যে মোট তিন কার্যদিবসে সারা দেশের অধস্তন আদালতে এসব আবেদনের শুনানি হয়।